শনিবার, এপ্রিল ২০, ২০২৪

নিউজিল্যান্ডের সেই দুই মসজিদে আবারও হামলার হুমকি

আবারও হামলার হুমকি দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ এবং লিনউড ইসলামিক সেন্টার নামে দুইটি মসজিদে। অনলাইনে এমন হুমকি আসার পর দুইজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এর আগে ২০১৯ সালে এ দু’টি মসজিদে ভয়াবহ হামলা চালিয়ে অর্ধশতাধিক মানুষকে হত্যা করা হয়েছিল।

কে বা কারা হুমকি দিয়েছে, কী ধরনের হুমকি এসেছে তার বিস্তারিত জানায়নি দেশটির পুলিশ। ক্যানটারবেরি জেলা কমান্ডার জন প্রাইস এক বিবৃতিতে বলেছেন, আমরা সতর্ক অবস্থায় রয়েছি। যে কোনো বার্তা, যা আমাদের কমিউনিটির জন্য হুমকির কারণ হবে, কোনোভাবেই তা সহ্য করা হবে না। আগামী ১৫ মার্চ ওই হামলার বর্ষপূতি হবে নিউজিল্যান্ডে। তার আগে নিরাপত্তা জোরদার করা হয়েছে আশপাশের অঞ্চলে।

মসজিদ দুইটিতে ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলিয়ান খ্রিস্টান সন্ত্রাসী দুই বছর আগে হামলা চালায়। সন্ত্রাসী ট্যারেন্টের হামলায় ৫১ জন মুসল্লি মারা যায়। গত আগস্টে তাকে প্যারোলহীন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এই ধরনের সাজা নিউজিল্যান্ডে আগে কাউকে দেয়া হয়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img