শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশনে কারাগারের ভেতর বন্দিকে হত্যার চেষ্টা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলারসহ চারজনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা হয়েছে। বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন পুশ করে রুপম কান্তি নাথ নামে এক

বৃহস্পতিবার (৪মার্চ) বন্দিকে হত্যাচেষ্টার অভিযোগে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে মামলা দায়ের করা হয়।
মামলাটি করেন নগরীর পাহাড়তলী থানা এলাকার বাসিন্দা কারাবন্দি রুপম কান্তি নাথের স্ত্রী ঝর্ণা রানী দেবনাথ।

এদিকে বুধবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত ১০ হাজার টাকা বন্ডে রুপম কান্তি নাথকে জামিন দেন। কিন্তু যথাসময়ে জামিননামা দাখিল না করায় বৃহস্পতিবার জামিন বাতিল করা হয়। বাদির আইনজীবী অ্যাডভোকেট ভুলন লাল ভৌমিক জানান, আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এজাহারে ঝর্ণা রানী দেবনাথ উলে­খ করেন, পূর্ব পরিচিত রতন ভট্টচার্য্যরে দায়েরকরা জিআর মামলায় অভিযোগকারীর স্বামী রুপম কান্তি নাথ গত ১৫ ডিসেম্বর জেলহাজতে যান। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত যে কোন সময়ে রুপমকে কারাগারে হত্যার উদ্দেশ্যে সামিরা পরস্পর যোগসাজসে বৈদ্যুতিক শক দেয় এবং রক্তাক্ত জখমসহ দুই হাতে নেশা ও বিষাক্ত জাতীয় ইনজেকশান পুশ করে। পরে রুপম কান্তি নাথের উন্নত চিকিৎসার জন্য ২৫ ফেব্রুয়ারি আদালতে আবেদন করলে আসামিরা নিজেদের অপরাধ থেকে রক্ষার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img