শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

কা’বা শরীফ তাওয়াফে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য থাকবে নিকটতম ৩টি সারি

পবিত্র রমজান মাসে ওমরাহ হজ্বযাত্রীদের করোনার টিকা নিয়ে হজ্বে যাওয়ার বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছেন দু’টি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি।

প্রেসিডেন্সির মুখপাত্র হানি হোসনি হায়দার বলেছেন, ওমরাহ হজ্বযাত্রীদের জন্য মাতাফের (পবিত্র কাবার আশেপাশের প্রদক্ষিণ এলাকা) প্রবেশ পুরোপুরি মনোনীত করা হবে।

মাতাফে ওমরাহযাত্রীদের তাওয়াফের জন্য ১৪টি সারি থাকবে, যার মধ্যে কাবার নিকটতম তিনটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি বিশেষত বৃদ্ধ এবং প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ থাকবে।

ওমরাহযাত্রীদের জন্য শারীরিক দূরত্ব নিশ্চিত করার জায়গাগুলো চিহ্নিত করেছেন এবং নিয়মিত বিরতিতে এসব অঞ্চল জীবাণুমুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্সি ।

মুখপাত্র বলেছেন, তাদের সকল পুরুষ ও মহিলা কর্মচারীদের জন্য ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীকে জীবাণুমুক্তকরণের কাজ অব্যাহত রয়েছে। পবিত্র মাসে প্রায় ৫ হাজার কর্মী পরিষ্কার ও জীবাণুমুক্তকরণে অংশ নেবেন। পুরো মসজিদটি দৈনিক ভিত্তিতে ১০ বার পর্যন্ত ধোয়া এবং জীবাণুমুক্ত করা হবে’ তিনি বলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img