শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সোনারগাঁওয়ে মাওলানা মামুনুল হকসহ ৮৩ জনের নামে মামলা

গত শনিবার (৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি এবং বাংলাদেশ খেলাফত মজলিস এর মহাসচিব মাওলানা মামুনুল হক ও তার স্ত্রীকে হেনস্তা করেছিল সরকার দলীয় নেতাকর্মীরা। এ সময় রিসোর্টে অবরুদ্ধ মাওলানা মামুনুল হককে উদ্ধার করে স্থানীয় জনতা। এ ঘটনাকে কেন্দ্র করে মাওলানা মামুনুল হকসহ ৮৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে পুলিশ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করে।

বুধবার (৭ এপ্রিল) নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মুহাম্মাদ জায়েদুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে তিনটি মামলা হয়। পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। আর একজন সাংবাদিক বাদী হয়ে একটি মামলা করেছে।

মাওলানা মামুনুল হক ও জনতার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় পুলিশের ওপর হামলা ও রিসোর্টে ভাংচুরের অভিযোগ আনছে পুলিশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img