শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

লন্ডনে দূতাবাসে ঢুকতে দেওয়া হচ্ছে না মিয়ানমারের রাষ্ট্রদূতকে

দূতাবাসে ঢুকতে দেওয়া হচ্ছে না আমেরিকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কেয়াও জোয়ার মিনকে। সম্প্রতি লন্ডনে নিযুক্ত মিয়ানমারের এই রাষ্ট্রদূত ক্ষমতাসীন সামরিক জান্তার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন এবং কারাবন্দি বেসামরিক নেত্রী অং সান সু চির মুক্তি দাবি করেন।

মিন জানিয়েছেন,সেখানকার (লন্ডনের) কর্মীদের দূতাবাস ভবন ত্যাগ করতে বলেছে জান্তা সরকারপন্থী সামরিক কর্মকর্তা। আর তাকে বলা হয়েছে, তিনি এখন আর মিয়ানমারের প্রতিনিধি না।

গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশজুড়ে বিক্ষোভ ও অসহযোগ আন্দোলন চলছে। এসব বিক্ষোভ দমনের নামে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে জান্তা নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী। দুই মাসে সাড়ে ৫০০ এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।

এক ছবিতে দেখা গেছে, দূতাবাসের বাইরে পুলিশ পাহারা দিচ্ছে এবং রাস্তায় প্রতিবাদকারীরা জড়ো হয়েছে। এই পরিস্থিতি নিয়ে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছেন মিন

মিন বলেন, লন্ডনে এটা এক ধরনের অভ্যুত্থান। আপনারা দেখতে পাচ্ছেন তারা আমার ভবন দখল করে আছে।

ঘটনা সম্পর্কে জানেন এমন কূটনীতিকরা জানিয়েছেন, উপ-রাষ্ট্রদূত চিট উয়িন শার্জ দায়িত্ব গ্রহণ করেছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img