শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ইসরাইলের অনুদান বন্ধ করার আহ্বান জানালেন মার্কিন ডেমোক্র্যাট নেত্রী ম্যাককুলাম

ফিলিস্তিনিদের ওপর বর্বরতা না থামালে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের অনুদান বন্ধ করার আহ্বান জানালেন মার্কিন কংগ্রেসওম্যান বেটি ম্যাককুলাম। মিনেসোটা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের এ নেত্রী দীর্ঘদিন ধরেই ইসরাইলী বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে সরব।

পশ্চিমতীরে ফিলিস্তিনি শিশুদের ওপর পাশবিক নির্যাতন চালানোর অভিযোগে মার্কিন পার্লামেন্টে ইসরাইলী সেনাবাহিনীর বিরুদ্ধে বিল উত্থাপনেরও ঘোষণা দিয়েছেন ম্যাককুলাম।

ডেমোক্র্যাট দলের এ নেত্রী বলেন, সময় এসেছে ইসরাইলী বাহিনীর বর্বরতার বিরুদ্ধে কথা বলার, তাদের রুখে দাঁড়াবার। প্রথম পদক্ষেপ হিসেবে তিনি ইসরাইলকে দেওয়া মার্কিন অনুদান বন্ধ করে দেওয়ার সুপারিশ করেন।

তিনি বলেন, মার্কিন জনগণের টেক্সের টাকা দিয়ে ফিলিস্তিনি শিশুদের হত্যা করতে দিতে পারি না ইসরাইলকে। তাই তাদের অনুদান দেওয়ার আগে ভবিষ্যতে কখনও মানবাধিকার লঙ্ঘণ না করার শর্তারোপ করতে হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএস এইডের মাধ্যমে ইসরাইলকে প্রতি বছর ৩.৮ বিলিয়ন ডলার অনুদান দিয়ে আসছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img