শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আরও ১৪ দিনের রিমান্ডে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

রাজধানীর পল্টন থানায় দায়ের করা দুই মামলায় হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর আরও ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনূর রহমান এই আদেশ দেন।

২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘর্ষের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গত ১২ এপ্রিল মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে পল্টন থানার আরও দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। যার মধ্যে একটি শাপলা চত্বরে সংঘর্ষের ঘটনায় এবং আরেকটি সাম্প্রতিক ঘটনার অভিযোগের মামলা। মাওলানা ইসলামাবাদীর পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারীতে র‌্যাবের সঙ্গে যৌথ মাওলানা ইসলামাবাদীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img