বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

মাওলানা জুনায়েদ আল হাবিব ও আফেন্দীসহ গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তি দিন: ছাত্র জমিয়ত

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, সংগঠনটির ঢাকা মহানগরের সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ গ্রেপ্তারকৃত আলেমদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। একই সাথে দেশজুড়ে আলেমদের উপর অন্যায়ভাবে হয়রানিমূলক গ্রেপ্তার অভিযান বন্ধেরও আহবান জানায় সংগঠনটি।

রবিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান রিয়াদ এই দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই দেশের আলেমদের অন্যায়ভাবে হয়রানি করছে সরকার। একে একে দেশের শীর্ষ আলেমদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হচ্ছে।

ছাত্র জমিয়তের এই নেতা বলেন, এপর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকেই কোনো না কোনো মসজিদের ইমাম অথবা খতীব। এই সিয়াম সাধনার মাসে ধর্মীয় ব্যক্তিত্বদের আটক করে দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে সরকার। তাই অনতিবিলম্বে এই অন্যায় ও অনৈতিক গ্রেপ্তার অভিযান বন্ধ করতে হবে।

অন্যথায় দেশপ্রেমিক ধর্মপ্রাণ মানুষ রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img