শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

শাইখ ইউসুফ আল কারজাভি করোনায় আক্রান্ত

ওয়ার্ল্ড ফেডারেশন অব মুসলিম স্কলারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,বিশ্বখ্যাত মুসলিম দায়ী শাইখ ইউসুফ আল কারজাভি করোনায় আক্রান্ত হয়েছেন । তবে বর্তমানে সুস্থ আছেন এবং মহান আল্লাহর নিকট দুরারোগ্য হওয়ার জন্য তার অনুসারী এবং মুসলিম উম্মাহর নিকট দোয়া চেয়েছেন পাঠক মহলে সমাদৃত এই ইসলামিক স্কলার।

শাইখ ইউসুফ আল কারজাভির নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তার মাধ্যমে এ তথ্য জানা যায়।

ইউসূফ আল-কারযাভী হলেন একজন মিশরীয় ইসলামিক স্কলার। ইসলামিক বিভিন্ন বিষয়ে লেখা তার কয়েকশ গ্রন্থ রয়েছে। সবগুলোই পাঠক মহলে বেশ জনপ্রিয়।

তিনি আল জাজিরা টেলিভিশনে শরীয়াহ এবং জীবন নামক অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীব্যাপি পরিচিতি লাভ করেন। তিনি মিশর ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন মুসলিম ব্রাদারহুড এর পরামর্শক। তাকে ব্রাদারহুড়ের শীর্ষস্থানীয় নেতা মনে করা হয়। তিনি আলেমদের আন্তর্জাতিক সংগঠন ইত্তেহাদুল আলামী লি উলামাইল মুসলিমীন এর সভাপতি ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img