বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

তুরস্ক-মিশরের সম্পর্ক পুনঃস্থাপন; কায়রো সফরে যাচ্ছে তুর্কী পররাষ্ট্র প্রতিনিধিরা

ইনসাফ | নাহিয়ান হাসান


মিশরের আমন্ত্রণে সম্পর্ক পুনঃস্থাপনের অংশ হিসেবে সামনের মাসে কায়রো সফরে যাচ্ছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২০ এপ্রিল) তুর্কী পররাষ্ট্রমন্ত্রী মাওলুদ চাভুশওগলু বিষয়টি নিশ্চিত করেন।

হাবার তুর্ক নামী স্থানীয় নিউজ চ্যানেলে সাক্ষাতকার প্রদানকালে চাভুশওগলু বলেন, পারস্পরিক সহায়তার লক্ষ্যে মিশরের কাছ থেকে আমরা একটি আমন্ত্রণপত্র পেয়েছি। আগামী মে মাসে আমাদের সহকর্মীদের কায়রো সফরের পর আমরা মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামিহ শুকরির সাথে রাষ্ট্রদূত নিযুক্তির ব্যাপারে আলোচনায় বসবো।

মূলত, দেশ দুটির মাঝে সম্পর্ক পুনরুদ্ধারে প্রকৃত আলোচনা শুরু করতে ২০১৯ সাল থেকেই তুর্কী পররাষ্ট্রমন্ত্রী চাভুশওগলু কায়রো-আঙ্কারার মাঝে ঐক্য ও সম্পর্কোন্নয়নের কথা বলে আসছিলেন, যার অবনতি ঘটেছিল ২০১৩ সালে মিশরের তৎকালীন নির্বাচিত প্রেসিডেন্ট শহীদ মুরসি রহ. এর বিরুদ্ধে বিশ্বাসঘাতক আব্দেল ফাত্তাহ আল সিসির সামরিক অভ্যুত্থান, তুরস্ক কর্তৃক অসমর্থিত হওয়ার পর।

সূত্র: টিআরটি এরাবিক

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img