বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

মিশরের মুসলিম ব্রাদারহুড রাজনৈতিক আন্দোলন; সন্ত্রাসী আন্দোলন নয়: তুরস্ক

ইনসাফ | নাহিয়ান হাসান


মিশরের ইখওয়ানুল মুসলিমীন বা মুসলিম ব্রাদারহুড এর বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তুরস্ক। মিশরের স্বৈরশাসক ও বিশ্বাসঘাতক আব্দেল ফাত্তাহ আল সিসির প্রশাসনের মতো ব্রাদারহুডকে সন্ত্রাসী হিসেবে দাবি করছে তুরস্ক। আঙ্কারার মতে মুসলিম ব্রাদারহুড একটি রাজনৈতিক আন্দোলন।

মঙ্গলবার (২০ এপ্রিল) হাবার তুর্ক নামী তুরস্কের স্থানীয় একটি নিউজ চ্যানেলে সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাওলুদ চাভুশওগলু বলেন, মিশরের মুসলিম ব্রাদারহুড একটি রাজনৈতিক আন্দোলন, কোনো সন্ত্রাসী আন্দোলন নয়

সাক্ষাতকার চলাকালীন মুসলিম ব্রাদারহুডের ব্যাপারে তুরস্কের দৃষ্টিভঙ্গি কী তা নিয়ে প্রশ্ন তুলা হলে তিনি খুব সুস্পষ্টভাবেই বলেন, তুরস্ক মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করার বিরোধী। কেননা মুসলিম ব্রাদারহুড একটি রাজনৈতিক আন্দোলন। কোনো সন্ত্রাসবাদী আন্দোলন নয়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক, সরকার ও রাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্ক স্থাপন করে কোনো দল বা গোষ্ঠীর সাথে নয়। আর যারাই নির্বাচনে বিজয় লাভ করে তারাই জনগণের প্রতিনিধি স্বরূপ সরকার গঠন করে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে।

তুর্কী পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ব্রাদারহুড এমন একটি রাজনৈতিক আন্দোলন যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে থাকে। এখন তা আমাদের পছন্দ হোক বা না হোক।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ যাবত মিশর ও তুরস্কের সম্পর্কের উন্নতি চোখে পড়ার মতো। উভয়ের মাঝে নিয়মিত ইতিবাচক আলোচনা ও দৃষ্টিভঙ্গির ফলস্বরূপ বহুবছর পর সামনের মাসে তুর্কী পররাষ্ট্র প্রতিনিধিদের কায়রো সফরের আমন্ত্রণ জানায় মিশর।

সূত্র: টিআরটি এরাবিক

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img