শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

তুরস্কে অনুষ্ঠিতব্য আফগান-তালেবান শান্তি আলোচনা স্থগিত

আমেরিকার সমর্থনে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য মার্কিন মদদপুষ্ট কাবুল সরকার ও তালেবানদের মধ্যকার শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে। আফগান থেকে সেনা প্রত্যাহার নিয়ে স্বাক্ষরিত দোহা চুক্তি না মানায় তালেবান ওই সম্মেলন স্থগিত করার ঘোষণা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২১ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এর খবরে এ তথ্য জানানো হয়।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৪ এপ্রিল (শনিবার) তুরস্কের ইস্তাম্বুলে মার্কিন মদদপুষ্ট আফগান সরকার ও তালেবানদের মধ্যকার শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা ছিল। এতে পূর্ণ সমর্থন ছিল আমেরিকার। তবে খোদ আমেরিকাই যখন দোহা চুক্তি মোতাবেক আফগান থেকে তাদের সেনা প্রত্যাহার করছে না তখন তালেবান আফগান বিষয়ক ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য সম্মেলন প্রত্যাহার করে।

আফগান সরকারের সিনিয়র এক কর্মকর্তা রয়টার্সকে জানান, নির্ধারিত সময়ে ইস্তাম্বুলের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে না। কারণ, সেখানে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে তালেবানরা।

এখন পর্যন্ত বৈঠকের নতুন সময় নির্ধারণ করা হয়নি বলে জানা গেছে।

এদিকে তুরস্কের রজব তাইয়েব এরদোগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানান, আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে। পবিত্র রমজান মাসের পর বৈঠক হতে পারে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img