শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

এবার চট্টগ্রামে ভিপি নূরের বিরুদ্ধে মামলা

এবার চট্টগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে ।

ফেসবুকে লাইভে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) কোতোয়ালী থানায় আজিজ মিসির নামে এক ব্যক্তি বাদি হয়ে এই মামলাটি করেন।

আজিজ মিসির চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অর্থ উপ-কমিটির যুগ্ম আহবায়ক।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার নথিতে বাদী আজিজ মিসির বলেন, গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর যে বক্তব্য দিয়েছিলেন সেটা আওয়ামী লীগের ধর্মপ্রাণ নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত দিয়েছে। তিনি আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য দিয়েছে। নূর ও তার সমর্থকদের আইনের আওতায় আনা গেলে আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা সম্ভব হবে।

কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না বলে গত ১৪ এপ্রিল ফেইসবুক লাইভে বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি নূর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img