মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

ভারতের কাছে বাংলাদেশে সেনাবাহিনী পাঠানোর দাবি জানিয়েছে দিল্লির এক হিন্দুত্ববাদী সংগঠন

বাংলাদেশে তথা কথিত হিন্দু নির্যাতন বন্ধ করতে ভারত সরকারের কাছে দেশটিতে সেনাবাহিনী পাঠানোর দাবি জানিয়েছে দিল্লির একটি প্রভাবশালী হিন্দুত্ববাদী সংগঠন।

সোমবার (৩০ ডিসেম্বর) দিল্লির জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ‘রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠন’ এ দাবি জানায়।

সংগঠনটি বলেছে, বাংলাদেশে হিন্দু নির্যাতন এখন যে পর্যায়ে পৌঁছেছে এবং হিন্দু নারীরা যেভাবে ধর্ষণের শিকার হচ্ছেন তাতে সেখানে ভারতের সেনাবাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ছাড়া কোনও রাস্তা নেই।

সংগঠনের সভাপতি অরবিন্দ বিশ্বাস সাংবাদিক সম্মেলনে বলেন, ১৯৮৭-তে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যদি শ্রীলঙ্কার গৃহযুদ্ধ থামাতে সে দেশে ভারতীয় শান্তিরক্ষী পাঠাতে পারেন, তাহলে আমরা মনে করি এখন বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতেও অবিলম্বে সে দেশে ভারতীয় সেনা পাঠানো দরকার!

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ভারত সৈন্য পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, এমন একাধিক নজির আছে। একাত্তরের ঘটনা তো সবারই জানা। আমরা মনে করি, বাংলাদেশে হিন্দুদের যেভাবে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাতে ভারতের উচিত আবার সেখানে সেনা পাঠানোর কথা বিবেচনা করা।

রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠন আরও দাবি তুলেছে, বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে যে হিন্দুরা ভারতে আসবেন তাদের ঢালাওভাবে ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত।

বাংলাদেশ থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব দিতে ভারত সরকার যে আইন (‘সিএএ’) করেছে তাতে প্রক্রিয়াগত জটিলতা আছে বলে দাবি করে অরবিন্দ বিশ্বাস বলেন, আমরা বলছি মাত্র এক পাতার একটি ফর্ম পূরণ করে বাঙালি হিন্দুদের (ভারতের) নাগরিকত্ব দিতে হবে। আবার হিন্দু মানেই সে ভারতের নাগরিক, ফলে কোনও হিন্দুকে ‘বিদেশি নাগরিক’ বলে গ্রেফতার করা যাবে না!

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img