বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

কারাগারে থাকা মাদারীপুর জেলা আ’লীগ সভাপতির পদত্যাগ

হত্যা মামলায় কারাগারে থাকা মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তার আইনজীবী অ্যাডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী ও তার স্ত্রী অধ্যাপক শাবানা শাহিন। শাহাবুদ্দিন আহমেদ মোল্লা বর্তমানে মাদারীপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন।

আইনজীবী সুজিত চাটার্জী বাপ্পী জানান, গত শুক্রবার (২৫ অক্টোবর) মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতির পদ থেকে শাহাবুদ্দিন আহমেদ মোল্লা লিখিতভাবে পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগের কথা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রকাশ্যে আদালতে উপস্থিত সকলকে জানিয়েছেন।

আইনজীবী আরও জানান, শাহাবুদ্দিন আহমেদ মোল্লার বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে সেসব ঘটনার সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন। এছাড়াও তার বুকে পেসমেকার লাগানো হয়েছে এবং তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার ব্রঙ্কাইটিস এজমার কারণে দিনে কয়েকবার নেবুলাইজার ব্যবহার করতে হয়, যা কারাগারে সম্ভব নয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img