এবার গাজ্জার জাবালিয়ায় ৬টন ওজনের বোমা ফেলেছে ইসরাইল
অবরুদ্ধ গাজ্জার ১.৪ বর্গ কিলোমিটার আয়তনের শরণার্থী এলাকা ছোট জাবালিয়ায় ৬ টন বোমা ফেলেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিমানযোগে এই নৃশংস গণহত্যা চালানো হয়।
গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, জাবালিয়ায় ১টন ওজনের মোট ৬টি বোমা ফেলেছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল। আত্মরক্ষার নামে পুরো শরণার্থী এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে অবৈধ রাষ্ট্রটি। প্রাণঘাতী আমেরিকান বোমা ব্যবহার করে প্রায় পুরো জাবালিয়া ধ্বংস করে দিয়েছে তারা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, আল আহলি মিশনারী হাসপাতালের পর এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ধরণের হামলা। নৃশংস এই হামলায় এখন পর্যন্ত ৪০০ এর অধিক ফিলিস্তিনি আহত ও শাহাদাত বরণ করেছেন। হামলায় ধ্বংসস্তুপের নীচে চাপা পড়া আরো শত শত লোকজনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আহত ও নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
উল্লেখ্য, গাজ্জার শরণার্থী এলাকা জাবালিয়ার আয়তন মাত্র ১.৪ বর্গ কিলোমিটার। এলাকাটিতে রয়েছে ৬০ হাজার ফিলিস্তিনির বসবাস।
সূত্র: আল জাজিরা
গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়: জাবালিয়ায় ১টন ওজনের মোট ৬টি বোমা ফেলেছে ইহুদিবাদী ইসরাইল। জাবালিয়ার মধ্যবর্তী পুরো এলাকা ধ্বংস করে দিয়েছে তারা। এই নৃশংস হামলায় এখন পর্যন্ত ৪০০ এর অধিক ফিলিস্তিনি আহত ও শাহাদাত বরণ করেছেন।
সূত্র: আল জাজিরা
গাজ্জা ইন্দোনেশিয়ান হাসপাতাল প্রধান: জ্বালানি স্বল্পতার কারণে আগামীকাল সন্ধ্যা নাগাদ পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে হাসপাতালের কার্যক্রম।
সূত্র: আল জাজিরা
গাজ্জা ইন্দোনেশিয়ান হাসপাতাল প্রধান: ইহুদিবাদী ইসরাইলের হামলায় জাবালিয়া শরণার্থী শিবিরে কতজন শহীদ এবং কতজন আহত হয়েছেন তা আমরা গণনা করে শেষ করতে পারছি না। যাচাইয়ের পর এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে পেরেছি আমরা। এছাড়া আরো অনেক মৃত, নিথর দেহ ও আহতদের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। হতাহতদের শরীরে ঝলসে যাওয়া এমন ক্ষত দেখা যাচ্ছে, যা প্রমাণ করছে যে, ইহুদিবাদী ইসরাইল গাজ্জাবাসীর উপর আন্তর্জাতিক ভাবে নিষিদ্ধ কোনো মারণাস্ত্র ব্যবহার করছে।
সূত্র: আল জাজিরা
ইসরাইলী মিলিটারী বেইস ক্যাম্প রাঈমে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ফিলিস্তিন স্বাধীনতাকামীদের সশস্ত্র সংগঠন কাসসাম বিগ্রেড।
সূত্র: হামাস
হুথি মুখপাত্র: গাজ্জায় প্রকাশ্যে যা ঘটছে আরব ও মুসলিম বিশ্বের উপরও ওয়াজিব হলো, নারী-শিশু ও গাজ্জাবাসীর সাহায্যার্থে এগিয়ে আসা।
সূত্র: টিআরটি আরাবি
হুথি মুখপাত্র: গাজ্জা ও ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ইসরাইলে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাবো।
সূত্র: টিআরটি আরাবি
হুথি মুখপাত্র: ইতিহাসের সবচেয়ে নিপীড়িত ফিলিস্তিনি ভাইদের সাহায্যার্থে ব্যালিস্টিক উইং মিসাইল এবং ড্রোন ব্যবহার করে শত্রু রাষ্ট্র অবৈধ ইসরাইল অভিমুখে আমরা বড় ধরণের হামলা শুরু করেছি।
সূত্র: টিআরটি আরাবি
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বোমা হামলায় গাজ্জা উপত্যাকায় শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩০৬ জনে। আহত হয়েছে ২১ হাজার ৪৮ জন। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে ১ হাজার ৮৭০ জন।
স্থল অভিযানে একজন ইসরাইলি সেনাকে মুক্ত করা হয়েছে বলে দাবী জানিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
গত রাতে, যুদ্ধ বিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে এই ধরনের পদক্ষেপ “সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ” করার সমতুল্য।
দক্ষিণ গাজ্জায় অবস্থিত ইউরোপীয় হাসপাতাল ও আল-কুদস হাসপাতালের আশেপাশের এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে।
দখলকৃত পশ্চিম তীরে হামাসের সিনিয়র নেতা সালেহ আল-আরৌরির পারিবারিক আবাসস্থল গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
গাজ্জা উপত্যকায় প্রতিদিন ৪২০ জনেরও বেশি শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিলের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।
গাজ্জা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য আরেকটি খসড়া প্রস্তাবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত।
গাজ্জার তুর্কি-ফিলিস্তিন হাসপাতালে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
সূত্র : আল জাজিরা