মঙ্গলবার | ৮ জুলাই | ২০২৫

নড়াইলে বরযাত্রী রেখে গাড়ি ছেড়ে দেওয়া নিয়ে সংঘর্ষ; আহত ১৫

spot_imgspot_img

নড়াইলে বরযাত্রীর লোকজনকে বিয়ে বাড়িতে রেখেই বরের গাড়ি ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রবিবার (৩০ অক্টোবর) ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ অক্টোবর) বাগডাঙ্গা গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে নয়ন মোল্যার বিয়েতে তার পরিবারের লোকজন ছাড়াও গ্রামের মিনাবাড়ির লোকজন বরযাত্রী হিসেবে যায়। খাওয়া দাওয়া শেষে তাড়াহুড়ো করে অধিকাংশ বরযাত্রী গাড়িতে চড়ে বাড়ি ফিরলেও মিনাবাড়ির কয়েকজন বিয়ে বাড়ি থেকে যায়। এ নিয়ে মোল্যা বংশ ও মিনাবাড়ির লোকজনের মধ্যে বাগবিতন্ডা হয়।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ মো.হাসান ফেরদৌস জানান, গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহমুদুর রহমান জানান, পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img