বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ২৯ কেজি গাঁজাসহ দুজনকে আটকের কথা জানিয়েছে র্যাব সদস্যরা।
শুক্রবার রাতে খুলনা-মাওয়া মহাসড়কের উপজেলার মূলঘর এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- দিনাজপুর জেলার কোতয়ালী থানার দিঘল এলাকার মোহাম্মাদ ফজলুল রহমান শাহার ছেলে ট্রাক চালক কামরুজ্জামান শাহা (৪৩) ও তার সহকারী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ছোট শৌলা এলাকার মোহাম্মাদ বাবুল তহসিলদারের ছেলে মোহাম্মাদ রবিউল ইসলাম বায়েজিদ (২০)।
র্যাব খুলনা-৬ এর উপ-অধিনায়ক মেজর আনিসুজ্জামান জানান, খবর পেয়ে র্যাব সদস্যরা মুলঘর এলাকায় একটি মিনি ট্রাক তল্লাশি করে ২৯ কেজি গাঁজাসহ ওই দুইজনকে আটক করে। তারা ট্রাকে করে ওই গাঁজা চাঁদপুর থেকে বিক্রির উদ্দেশ্যে খুলনায় নিয়ে যাচ্ছিল।
সূত্র: ইউএনবি