তালা উপজেলার মাগুরা গ্রামে নিজ বাড়ি থেকে শুক্রবার রাতে এক সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত চন্দ্র সেখর সরকার ওই গ্রামের নিমাই সরকারের ছেলে। তিনি কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে ইঞ্জিনিয়ারিং কোরে সৈনিক পদে কর্মরত ছিলেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, তিনি পাঁচদিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন। গত ২৫ অক্টোবর তার ছুটি শেষ হয়।
তবে, তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
ওসি জানান, ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র: ইউএনবি