রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

দেশ সঠিকভাবে গড়তে উলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, গণবিপ্লবের মাধ্যমে আমরা আবারও দেশকে স্বাধীন করেছি আর কাওকে স্বাধীনতার সুফল ভূলন্ঠিত করতে দিবোনা। তাই দেশকে সঠিকভাবে গড়ে তুলতে ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৩১ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগ তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, স্বাধীনতার ৫৩ বছর পর আবারও দেশ স্বাধীন করতো হলো, তার মানে দেশ পরিচালনায় যারা ছিলেন তারা দেশের নাগরিক কর্তৃক নিয়োজিত ছিলোনা, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। কিন্তু শাসকগোষ্ঠী তা মেনে নিতে চায়নি। তারা জোর করে দেশ পরিচালনা করতে চেয়েছে। তাদের শোষণ, নিপীড়ন, জুলুম, অর্থ লুটপাট, খুন, গুম, ধর্ষণ, দখলদারিত্বে দেশ ছিল এক নরকের নর্দমা।

তিনি বলেন, বিগত ১৬ বছরে দেশের সম্পদ লুটপাট দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। সন্ত্রাস নির্ভর কোন দলকে নির্বাচনে যেন যেতে না পারে সে জন্য আইন পাশ করতে হবে।

জেলা শাখা সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আব্দুর রশীদ, মাওলানা শফিকুল ইসলাম, আলহাজ্ব আমিন উদ্দিন, আমান উল্লাহ, ওমর ফারুক, ফারুক আহমেদ মুন্সী, মামুনুর রশীদ, মাওলানা মুহাম্মদ আব্দুর রশীদ, জেলা শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম, ওলামা মাশায়েখ পরিষদের জেলা নেতৃবৃন্দ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img