সোমবার, মে ১৩, ২০২৪

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ৮ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে আটজনের মৃত্যু হয়েছে, যাদের বেশিভাগই শিশু। এছাড়া এতে আহত হয়েছে আরো ১২ জন।

শনিবার স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র আনোয়ার শাহজাদ এ কথা জানান।

তিনি জানান, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টির কারণে বাড়িঘর ধসে পড়েছে। এতে অনেকেই চাপা পড়েন।

আনোয়ার শাহজাদ বলেন, মৃতদের মধ্যে একই পরিবারের তিন থেকে সাত বছর বয়সী ভাইবোন রয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব হতাহত হয়।

পাকিস্তানে এ বছর শীতকালীন বৃষ্টিপাত বিলম্বিত হয়েছে, যা নভেম্বরের পরিবর্তে ফেব্রুয়ারিতে শুরু হয়। পাকিস্তানে প্রতি বছর বর্ষা ও শীতকালীন বৃষ্টিপাত ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

চলতি মাসের শুরুর দিকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিজনিত ঘটনায় প্রায় ৩০ জনের মৃত্যু হয়।

সূত্র : ইউএনবি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img