বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

প্রধানমন্ত্রী ও মোদিকে অবমাননা: যুবক গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অশালীন ভিডিও তৈরি করে ফেসবুক আইডিতে পোস্ট দেওয়ায় অভিযোগে রবিউল ইসলাম রবি (১৯) নামে এক ক্লিনিক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ মার্চ) সকালে তাকে উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত যুবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অশালীন ভিডিও তৈরি করেন। এরপর গত ২৯ মার্চ তার ‘রবি হাসান’ নামে ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন।

থানা ওসি আবদুল্লাহ আল মামুন জানান, রবিউল ইসলাম রবি ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর তাকে বুধবার সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img