এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হিন্দুত্ববাদী বিজেপিকে পরাজিত করে আবারো বড় ব্যবধানে জয় পেতে চলেছে বলে চূড়ান্ত গোয়েন্দা সমীক্ষা রিপোর্ট সূত্রে জানা গেছে।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯৪ আসনের নির্বাচনে মূল লড়াই হবার কথা কেন্দ্রে ক্ষমতাসীন দল হিন্দুত্ববাদী বিজেপি, রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং বাম দলের মধ্যে। নির্বাচনের একেবারে আগ মুহূর্তে করা গোয়েন্দা জরিপে (১০-২১ মার্চ) দেখা গেছে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে। দলটির প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি হলেও তৃণমূল একপ্রকার অনায়াসেই জিততে চলেছে।
নির্বাচনে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস ২০৪ থেকে ২১১ টি আসন পেতে পারে। যেখানে সরকার গড়তে প্রয়োজন ১৪৮টি আসন। আর বিজেপি পেতে পারে ৮২ থেকে ৯১ টি আসন। অন্যদিকে বাম দল পেতে পারে মাত্র ২ থেকে ৪ টি আসন। অন্যান্য দলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীরা সবাই মিলে পেতে পারে মাত্র ১ থেকে ৩ টি আসন।
আর শতাংশের হিসেবে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৪৪ থেকে ৪৮ শতাংশ ভোট। বিজেপির থলিতে যেতে পারে ৩৫ থেকে ৩৯ শতাংশ ভোট।
ওই জরিপে প্রায় ৩১ হাজার ব্যক্তি অংশ নিয়েছেন বলে জানা গেছে। রিপোর্ট টি ২২ মার্চ প্রকাশিত হয়েছে।