জাতিসংঘে শ্রীলঙ্কার যুদ্ধাপরাধ নিয়ে আলোচনার সময় ভারতের বিজেপি সরকার শ্রীলঙ্কার বিপক্ষে ভোট না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে দেশটির তামিলনাড়ুতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সেখানকার সাধারণ জনগণ কালো পতাকা ও ‘গো ব্যাক মোদি’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে।
মঙ্গলবার (৩০ মার্চ) এ ঘটনায় চেন্নাইয়ের কোয়েমবেদু এলাকা থেকে অন্তত ৬০ জনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জানা যায়, নরেন্দ্র মোদির বিরুদ্ধে কালো পতাকা বিক্ষোভের কারণে মঙ্গলবার কোয়েমবেদুরে ১০ নারীসহ প্রায় ৬০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা মোদির বিরুদ্ধে স্লোগান ও কালো পতাকা এবং প্ল্যাকার্ড প্রদর্শন করে।
বিক্ষোভকারীরা বলেছেন, ব্রিটেন ও জার্মানিসহ ২২টি দেশ তামিলদের সমর্থন করেছে এবং যুদ্ধাপরাধের জন্য শ্রীলঙ্কাকে দায়ী করেছে।
কিন্তু ভারত সরকার ভোট দেয়নি এবং ওয়াকআউট করে, যা শ্রীলঙ্কার প্রতি স্পষ্ট সমর্থন। এটা শ্রীলঙ্কার তামিল জনগণ ও এখানকার তামিলদের সঙ্গে বড় ধরনের বিশ্বাসঘাতকতা।