জাতিসংঘের ত্রাণ ও সহায়তা সংস্থা ইউএনআরডাব্লিউএর (UNRWA) তহবিল স্থগিত করায় ইউরোপ-আমেরিকার নিন্দা জানালো ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
বুধবার (৩১ জানুয়ারি) হামাস প্রধান ইসমাইল হানিয়া এবিষয়ে একটি বিবৃতি দেন।
বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিনি শরণার্থী ও বাস্তুচ্যুত উদ্বাস্তুদের সহায়তায় ইউএনআরডাব্লিউএর সক্ষমতা ও আর্থিক সহায়তা বৃদ্ধির বাধ্যবাধকতার পরিবর্তে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
হামাস প্রধান আরো বলেন, তাদের এই সিদ্ধান্ত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক ন্যায় আদালত প্রদত্ত ঐতিহাসিক রায়ের সম্পূর্ণ লঙ্ঘন। ফিলিস্তিনি জনসাধারণদের অবরুদ্ধ ও অনাহারে রেখে জাতি নিধনের ইসরাইলী পরিকল্পনার রাজনৈতিক সমর্থন।
আমেরিকা ও পশ্চিমাদের এই অবস্থান বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিধনযজ্ঞকে দীর্ঘায়িত করবে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া ইউএনআরডাব্লিউএর ১২ সদস্য ৭ অক্টোবরের তুফানুল আকসা অভিযানের সাথে জড়িত মর্মে ইসরাইলের যে অভিযোগ আমলে নিয়ে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো জাতিসংঘের তহবিল বন্ধ করেছে তাও প্রত্যাখ্যান করেন তিনি। একে ভিত্তিহীন অভিযোগ বলে উল্লেখ করেন। জাতিসংঘের উপর চাপ প্রয়োগ করতেই এমন অভিযোগ সামনে নিয়ে আসা হচ্ছে বলে দাবী করেন। কেননা গণহত্যা ও জাতি নিধনের অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের রায়ে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের বিবৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বিবৃতিতে ইসমাইল হানিয়া দক্ষিণ আফ্রিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলার অন্তর্বর্তীকালীন রায়কে ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেন এবং দেশটিকে অভিনন্দন জানান।
সূত্র: হামাস