বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

উত্তর সিরিয়ার আফরিনে বোমা হামলা; নিহত ৫

উত্তর সিরিয়ার আফরিন শহরে এক বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শহরের কেন্দ্রে অবস্থিত এক কারখানায় গাড়িবোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

অন্যদিকে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানায়, হামলায় ছয়জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার না করলেও তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার ঘটনায় সিরিয়ার কুর্দি সশস্ত্র পিপলস প্রটেকশন ইউনিটসের (ওয়াইপিজি) যোদ্ধাদের দায়ী করছে।

তুরস্কে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সংশ্লিষ্টতা বিবেচনায় আঙ্কারা ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img