বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

কম খরচে আফগানিস্তানে শত শত তরুণ-তরুণীর বিয়ে

আফগানিস্তানের ঐতিহ্য মেনে বিয়ে করতে হলে সাধারণত দুই থেকে আড়াই লাখ আফগানি বা আফগান মুদ্রা খরচ করতে হয়। তবে এবার গণ বিয়ের মাধ্যমে এ খরচ থেকে পরিত্রাণ পেতে শুরু করেছে দেশটির স্বল্প ও নিম্ন আয়ের সাধারণ মানুষ। তালেবান সরকারের পৃষ্ঠপোষকতায় এসব গণ বিয়ের আয়োজন করেছে ‘সালেব’ ফাউন্ডেশন নামের একটি সংস্থা।

চলতি সপ্তাহে দেশটির রাজধানী কাবুলে এমন একটি গণ বিয়ের আয়োজন করে সংস্থাটি। যেখানে ১০০ জন পাত্র-পাত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে।

গত সোমবার কাবুল বিমানবন্দরের পাশে অবস্থিত স্টার ওয়েডিং হলে এ অনুষ্ঠানের জন্য বেশ জমকালো আয়োজন করা হয়। সবুজ ফিতা ও লাল গোলাপ দিয়ে বর ও কনের জন্য গাড়ি সাজানো হয়। অনুষ্ঠানে উপস্থিত হয় শত শত অতিথি। তবে ছিল না কোন ধরনের নাচ ও গানের আয়োজন।

আফগানিস্তানের দাওয়াত-ওয়াল-ইরশাদ বা পুণ্যের প্রচার এবং অপপ্রচার প্রতিরোধ সম্পর্কিত মন্ত্রণালয় থেকে একজন কর্মকর্তা কুরআন পাঠের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু করেন।

নারী ও পুরুষ উভয়ের জন্য অনুষ্ঠানে উপস্থিতির ভিন্ন সময় বেঁধে দেওয়া হয়েছিল। এসময় সকল নারীকে পরিপূর্ণ পর্দা করে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়।

এ অনুষ্ঠানে স্বল্প খরচে বিবাহ সম্পন্ন করতে পেরেছেন আফগানিস্তানের ঘোর প্রদেশের বাসিন্দা রুহুল্লাহ রিয়াজী। ১৮ বছর বয়সী এই তরুণের দিনে আয় মাত্র ৩৫০ আফগানি।

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “বর ও কনে উভয়ের পরিবার থেকে আমরা ৩৫ জনকে নিমন্ত্রণ জানিয়েছি। তবে আলাদাভাবে বিয়ে করতে হলে সংখ্যাটা ৩০০ থেকে ৪০০ ছাড়িয়ে যেত।”

তিনি আরো বলেন, “এই গণ বিয়ের কারণে আমাদের খরচ পড়েছে মাত্র ১০ থেকে ১৫ হাজার আফগান মুদ্রা।”

এছাড়াও সালেব ফাউন্ডেশন থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়েছে এসব নবদম্পতির জন্য। পাশাপাশি সংসার জীবন শুরু করতে প্রাথমিক পর্যায়ের টুকিটাকি জিনিস উপহারও দেওয়া হয়েছে।

স্বল্প খরচে বিয়ের জন্য প্রায় ৬০০ জুটি আবেদন করেছিল। তবে তাদের একটি দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

কাবুলের ২৩ বছর বয়সী কৃষক সামিউল্লাহ জামানি বলেন, “আমি তিন বছর ধরে এই দিনটি দেখার জন্য অপেক্ষায় রয়েছি।”

চলতি বছরের মার্চ মাসে কান্দাহার প্রদেশে এমন আরও একটি গণ বিয়ের আয়োজন করেছিল সংস্থাটি। যেখানে প্রায় ১০০ জন বর কনের বিবাহ সম্পন্ন হয়।

সালেব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাঈদ আহমেদ সালেব বলেন, গণ বিয়ের পেছনের অন্যতম কারণ বিয়েতে যৌতুক, দাম্পত্য উপহার ও অতিরিক্ত খরচ কমিয়ে নিয়ে আসা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img