বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

আইনজীবী সাইফুলকে হত্যা করে দেশে দাঙ্গা লাগাতে চেয়েছে বিদেশি একটি গোষ্ঠী : ধর্ম উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তীিকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেশে একটি দাঙ্গা তৈরির চেষ্টা করে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর বাউফল ফাউণ্ডেশনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালিদ হোসেন বলেন, আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেশে একটি দাঙ্গা তৈরির চেষ্টা করে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তবে এটি মোকাবিলায় দেশের মানুষ সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। চক্রান্তকারীদে পাতানো ফাঁদে পা দেয়নি বাংলাদেশের মানুষ।

নির্বাচন ইস্যুতে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যেই হচ্ছে নির্বাচন। তার আগে ভোটার হালনাগাদ করবে সরকার।

হজের খরচ ১ লাখ টাকা কমিয়ে আনার কথা জানিয়ে তিনি আরও বলেন, সরকারি খরচে আর কাউকে হজ করতে দেবে না সরকার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img