বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে আইনের কোন বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার একটি কনভেনশন হলে ‘বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসার’ দাবিতে বিএনপি আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মোশাররফ হোসেন বলেন, বেগম জিয়ার বিদেশী চিকিৎসা নিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে। আইন অনুযায়ী বিনা শর্তে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সম্ভব। বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা সেটা শুধুমাত্র বাংলাদেশ নয় এশিয়া মহাদেশে পর্যন্ত উন্নত চিকিৎসা করা সম্ভব নয়। তাই দ্রুত সময়ের মধ্যে তাকে উন্নত কোন দেশে পাঠানোর দাবি করছি।