সিলেট নগরীর জিন্দাবাজার থেকে নয়াসড়ক সড়কে সোমবার সকাল থেকে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের কাজ চালিয়ে যাচ্ছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
একইসাথে সড়কের পাশের বিদ্যুতের খুঁটি ও ইন্টারনেট সার্ভিসেস লাইন অপসারণের কাজ করেছে সিসিক। এতে করে নগরীতে ইন্টারনেট পরিষেবার বিপর্যয় ঘটেছে। বিপর্যস্ত নগরীর ব্যাংকসহ বিভিন্ন অফিসের কার্যক্রম।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশন জানায়, সকাল সকাল থেকে জিন্দাবাজার হয়ে নয়াসড়কে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের কাজের অংশ হিসেবে বিদ্যুতের খুঁটি অপসারণের কাজ শুরু হয়েছে।
জানাগেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর সদস্যরা জিন্দাবাজার থেকে নয়াসড়ক সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি অপসারণ করছে। একইসাথে বৈদ্যুতিক খুঁটিতে থাকা তারের জঞ্জাল অপসারণ করছে সিলেট সিটি করপোরেশন।
এদিকে ইন্টারনেট সেবা নিয়ে বিপাকে পড়তে হচ্ছে নগরবাসীকে। এই সড়কের পাশে থাকা ব্যাংকসহ বিভিন্ন অফিসে ইন্টারনেট সেবা ব্যাহত হয়।