আগামী ৩ নভেম্বর শুক্রবার ঢাকায় মহাসমাবেশ সফল করতে দেশপ্রেমিক মুক্তিকামী ছাত্রজনতার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।
আজ (৩০ অক্টোবর) সোমবার রাজধানীর পুরানা পল্টনস্থ আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর-এর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে শরিফুল ইসলাম রিয়াদ এই আহবান জানান।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন, কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী সরকার। দমন-পীড়নের মাধ্যমে দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে। দেশের মানুষ আজ তাদের ন্যায্য অধিকার আদায়ে দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। সংকট নিরসন ও জনতার অধিকার আদায়ে স্বৈরাচারের পতনের লড়াইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংগ্রামী আমীর ঘোষিত মহাসমাবেশ সফল করতে দেশপ্রেমিক মুক্তিকামী ছাত্রজনতার প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে আহত করার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, ছাত্রনেতাদের বন্দুকের নল দেখিয়ে দমিয়ে রাখার অপচেষ্টা স্বৈরাচারের পতন তরান্বিত করবে। তিনি অনতিবিলম্বে সকল রাজবন্দীদের দ্রুত মুক্তি দেয়ার আহ্বানও জানান।
এসময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল বশর আজিজী, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইবরাহীম হুসাইন মৃধা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুন্তাছির আহমাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ, দফতর সম্পাদক শিব্বির আহমদ, প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন, প্রকাশনা সম্পাদক ইমরান হোসাইন নূর, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক হাবিবুর রহমান, অর্থ ও কল্যাণ সম্পাদক গাজী মুহাম্মাদ আলী হায়দার, কওমি মাদ্রাসা সম্পাদক হোসাইন আহমেদ, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম খলিল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাব্বির আহমাদ, কার্যনির্বাহী সদস্য রায়হান চৌধুরী, খাইরুল হাসান মারজান।