বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি কূটনৈতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৩০ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিদেশি কূটনীতিকদের ব্রিফি করবেন। এতে সরকারের গুরত্বপূর্ণ মন্ত্রণালয়ের কিছু মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
জানা গেছে সোমবার বিকালে ঢাকাস্থ প্রায় অর্ধশত বিদেশি কূটনৈতিক মিশনের প্রধান (রাষ্ট্রদূত, হাই কমিশনার বা চার্জ দ্য অ্যাফেয়ার্স), জাতিসংঘের অধীন ৭টি সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের তিন জন প্রতিনিধিকে বাংলাদেশ পরিস্থিতি বিষয়ক গুরুত্বপূর্ণ ওই ব্রিফিংয়ে উপস্থিত হতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।