নেত্রকোনায় বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অর্ধশত নেতাকর্মী। শনিবার রাতে জেলার কেন্দুয়া উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ যোগদান অনুষ্ঠানে আমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনুর পরিচালনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি খোকন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান।
এ বিষয়ে নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী বলেন, শহীদ জিয়ার আদর্শের দল বিএনপিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং স্বেচ্ছাসেবক লীগের অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেছেন এবং আগামীতে আরও করবেন। যারাই বিএনপিতে আসছেন আমরা তাদের অতীত কর্মকাণ্ড পর্যালোচনা করার পর তাদেরকে বিএনপিতে যোগদানের সুযোগ করে দিচ্ছি।
তিনি আরও বলেন, নিশ্চই রাব্বুল আল আমিন বিএনপি দলটিকে সঠিক পথেই পরিচালনা করছেন। জনতার জয় এবার রুখে সাধ্য কার। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ছেড়ে আসা জসিম উদ্দিন বলেন, আওয়ামী লীগ করে কোনো মূল্যায়ন পাইনি। বড় নেতাদের কাছে আমাদের মতের কোনো দামই নাই। তাই বিএনপিতে যোগদান করেছি।
জাতীয় পার্টি ছেড়ে আসা ইকবাল কবির বলেন, জাতীয় পার্টির কোনো নেতা নাই। তারা লেজুরবৃত্তির রাজনীতি করে। এছাড়া আমার পরিবারের অন্যরা সবাই বিএনপি করেন। সব মিলিয়ে জাতীয় পার্টি ছেড়ে বিএনপির আর্দশকে ভালোবেসে যোগদান করেছি।