মাহবুবুল মান্নান
ফ্রান্সে রাষ্ট্রীয় সহায়তায় মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৩০ অক্টোবর)বাদ জুমা চট্টগ্রাম সাতকানিয়া কেরানীহাটে চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা জুবাইর চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাওলানা নোমান উদ্দিনের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মুফতী হারুন, মাওলানা মিছবাহ উদ্দিন আল মাদানী, মাওলানা শাহ আলম, হেফাজতের জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহামুদুল করিম কাসেমী, জেলা খেলাফতের সাংগাঠনিক সম্পাদক মাওলানা মিছবাহ উদ্দিন, যুব মজলিসের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আমিরুল ওয়াহেদ, মুফতী ইদ্রিস ও মাওলানা হাবিবুল্লাহ প্রমূখ।
সভায় বক্তারা মুসলিম বিশ্বকে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য ও তাদের পণ্য বর্জন করার জন্য আহবান জানান।