মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

যে কারণে মধ্যপ্রাচ্যে সৈন্য পাঠাতে চায় ইতালি

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক স্বীকৃত হবে এমন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের কাছে নিজেদের সৈন্য পাঠাতে প্রস্তুত ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এন্টনিও তাজানি এ বিষয়টি জানিয়েছেন। তার মতে, এমন রাষ্ট্র প্রতিষ্ঠার বিনিময়ে সেই ফিলিস্তিন রাষ্ট্রকেও অবশ্যই ইসরাইলকে স্বীকৃতি প্রদান করতে হবে।

তিনি বলেন, “ইসরাইল ও ফিলিস্তিন উভয়েই একে অপরকে স্বীকৃতি দেবে এমন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের কাছে সৈন্য পাঠাতে আমরা প্রস্তুত।”

তাজানি আরো বলেন, “মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত উত্তেজনা বেড়েই চলেছে। লেবানন ও গাজ্জায় একটি যুদ্ধ বিরতির জন্য সর্বোচ্চ পরিশ্রম করছি আমরা।”

উল্লেখ্য, জাতিসংঘের ৭৯ তম সাধারণ অধিবেশনে হামাস-ইসরাইল সংঘাতের বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যকেই সমর্থন জানিয়েছেন এই নেতা। তার দাবি, গত বছরের ৭ই অক্টোবর হামাস কর্তৃক সংঘঠিত হামলার কারণেই বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। তবে তিনি বেমালুম চেপে গিয়েছেন, বছরের পর বছর ধরে নির্যাতিত ফিলিস্তিনিদের বিষয়টি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img