মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

গাজ্জায় ইসরাইলি বর্বরতায় নিহত প্রায় ১৭ হাজার ফিলিস্তিনি শিশু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। টানা প্রায় ১২ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪১ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি। এই হামলায় নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই প্রায় ১৭ হাজার।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা আনাদোলুকে বলেছেন, ইসরাইলের আগ্রাসনের কারণে আরও প্রায় ২৫ হাজার ৯৭৩ ফিলিস্তিনি শিশু এখন গাজ্জায় তাদের পিতামাতার একজন বা উভয়কে ছাড়াই বাস করছে।

তিনি বলেন, গত বছরের ৭ অক্টোবর থেকে হওয়া নিরলস ইসরায়েলি হামলায় অন্তত ১৬ হাজার ৮৫৯ শিশু নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৭১ জন নবজাতক শিশুও রয়েছে।

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ বারবার সতর্ক করে বলেছে, নিরলস ইসরায়েলি হামলার অধীনে থাকা গাজ্জার শিশুরা অকল্পনীয় ভয়াবহতা সহ্য করেছে। মূলত গাজ্জায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজ্জা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

সূত্র : আনাদোলু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img