বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

ইরাকে নামাজরত নারীর তলপেটে গুলি; আবারও দাবি উঠল ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের

ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের ঠিক বিপরীতেই নামাজরত এক নারীকে গুলি চালিয়ে মারাত্মকভাবে আহত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সৈনিক। এতে মানবাধিকার লঙ্ঘনসহ নতুন করে আবারও ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের দাবি উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ইরাকের মার্কিন দূতাবাসের ঠিক বিপরীতে অবস্থিত একটি আবাসিক ভবনে নামাজ আদায় করছিলেন একজন নারী। এটি গ্রীন জোন হিসেবেও স্বীকৃত। তাকে দেখতে পেয়ে কোন কারণ ছাড়াই গুলি ছোড়ে একজন মার্কিন স্নাইপার। গুলিটি তার তলপেটে লেগে মারাত্মক জখমের সৃষ্টি করে।

এ ঘটনায় মার্কিন দূতাবাস কর্তৃক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে দাবি করেছেন ইরাকি পার্লামেন্টের নিরাপত্তা ও প্রতিরক্ষা কমিটির প্রধান করিম আল মুহাম্মাদি। সেই সঙ্গে ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য একটি কমিটি গঠন করার কথাও জানান তিনি।

এদিকে, এই ঘটনার জের ধরে ইরাক থেকে পুরোপুরি মার্কিন সৈন্য প্রত্যাহারের দাবি তুলেছেন দেশটির পার্লামেন্ট সদস্য হাদি আল আমিরি।

তিনি বলেন, দূতাবাস ভবনকে একটি সামরিক ঘাঁটিতে পরিণত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈনিকরা। যেখান থেকে ইরাকের সাধারণ নাগরিকদের উপর গুলি চালানোর জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে। এটি সম্পূর্ণরূপে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন।

এছাড়াও এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের ইরাকি কোর্টের সম্মুখীন করারও দাবি জানান তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img