জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, ছাত্রজনতার ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ আন্দোলনকে আজকের এই পর্যায়ে আনার পেছনে সরকারই দায়ী। শুরু থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উস্কানিমূলক বক্তব্য প্রদান,অন্যায় ভাবে শক্তি প্রয়োগ করা এবং দলীয় লাঠিয়াল বাহিনী লেলিয়ে দেওয়ার কারণেই গোটা দেশ অগ্নিগর্ভ হয়ে উঠে। এমনিতেই দীর্ঘদিন ধরে চলে আসা সীমাহীন বৈষম্য,হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি এবং ভোটাধিকার হরণসহ অগণিত কারণে মানুষ ক্ষোভে ফুঁসছিল, তার উপর যৌক্তিক দাবীতে আন্দোলনরত শত শত শিক্ষার্থী ও সাধারণ জনগণকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করার নিষ্ঠুরতা দেখে তাদের ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে গেছে, তাই তারা এই গণহত্যার দায়ে সরকারের দ্রুত পদত্যাগ চায়।
এক যৌথ বিবৃতিতে দলের নেতারা এসব কথা বলেন।
জমিয়ত নেতৃবৃন্দ চলমান গণগ্রেফতার, হয়রানি ও রিমাণ্ডের নামে আটককৃতদের নির্মম অত্যাচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, নেট বন্ধ করে দেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, নির্মম গণহত্যা থেকে শিশুরা পর্যন্ত রেহাই পায়নি,গ্রেফতার আতঙ্কে মানুষ বাসা-বাড়িতে ঠিকমত ঘুমাতেও পারছে না। অবিলম্বে সরকারকে এ সকল অন্যায় আচরণ বন্ধ করতে হবে।
তারা আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় দলের তৎকালীন নেতৃবৃন্দ যেমনি ভাবে মুক্তিকামী জনতার পাশে ছিলেন,আজ আমরাও তাঁদের পথ অনুসরণ করে অধিকার আদায়ের সংগ্রামরতদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।
বিবৃতিদাতারা হলেন দলের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজীজ, মুফতী মুনীর হোসাইন কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী এ সব কথা বলেছেন।