দীর্ঘ ১৩ বছর পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কে পুনরায় দূতাবাস চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত।
রবিবার সিরিয়ার প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির দৈনিক পত্রিকা আল ওয়াতান এ বিষয়টি নিশ্চিত করেছে।
পত্রিকাটিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দামেস্ক সফর করেছেন কুয়েতের একটি প্রতিনিধি দল। এ সফরে দলটির মূল উদ্দেশ্য ছিল উভয় দেশের মধ্যে দূঢ় কূটনৈতিক সম্পর্ক পূনরায় শুরু করার জন্য পথ প্রশস্ত করা। এছাড়াও সম্ভাব্য বাণিজ্যিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে কুয়েতের ব্যাবসায়ীদের একটি প্রতিনিধি দল দেশটি সফর করেছেন।
প্রসঙ্গত, ১৩ বছর আগে আরব লীগ থেকে বহিষ্কার করা হয় সিরিয়াকে। এরপর পরপরই সিরিয়ার বিদ্রোহকে কেন্দ্র করে কুয়েতসহ বেশ কয়েকটি দেশ দামেস্কের জন্য তাদের দূতাবাস বন্ধ ঘোষণা করে। ২০২৩ সালের মে মাসে আরব লীগে পুনরায় সিরিয়াকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর চলতি বছরের শুরুর দিকে সিরিয়াতে রাষ্ট্রদূত নিয়োগ দেয় সংযুক্ত আরব আমিরাত। এছাড়াও সিরিয়াতে ইতালি পুনরায় রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা করছে বলে জানা গেছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর