রবিবার, মে ১২, ২০২৪

রাজ্য সরকারকে প্রয়োজনীয় ভ্যাকসিন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার: মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকারকে প্রয়োজনীয় কোভিড ভ্যাকসিন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার।

বুধবার (৩০ জুন) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার কসবা এলাকায় সম্প্রতি ভুয়া ভ্যাকসিন ক্যাম্পকে কেন্দ্র করে তিনি রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

বিজেপিশাসিত উত্তর প্রদেশে করোনায় মানুষের মৃত্যু, গঙ্গা নদীতে লাশ ভেসে আসা ইস্যুতে বিজেপির সমালোচনা করে মমতা বলেন, উত্তর প্রদেশে লোক মারা যাচ্ছে। হাথরাস থেকে শুরু করে দিল্লিতে ‘ক্যা’-এর ঘটনায় কত লোক মারা গেছে? আজ পর্যন্ত কিছু হয়েছে? আজ পর্যন্ত কোনও লোক বিচার পেয়েছে? কোনও বিচার হয়নি।

মমতা আরও বলেন, আজকেও তো গঙ্গায় ডেডবডি এসেছে কোভিডের, মানিকচকে! পরপর ডেডবডি এসেই যাচ্ছে! উত্তর প্রদেশে ভাসিয়ে দিচ্ছে, ভাসতে ভাসতে কুমির, মাছ তা খেয়ে নিচ্ছে। কোথাও অর্ধেক ডেডবডি আসছে, কোথাও ডেডবডি চলে যাচ্ছে গঙ্গা দিয়ে। আমার এখানে আমি সাতটা ডেডবডি পেয়েছি অফিসিয়ালি। আনঅফিসিয়ালি কত যে রাজ্যে গঙ্গা দিয়ে বেরিয়ে গেছে তার কোনও ইয়ত্তা নেই। তাদের মুখে বড় বড় কথা!

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img