মঙ্গলবার, মে ১৪, ২০২৪

চট্টগ্রামে গণপরিবহন দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামে যাতায়াত পরিবহনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

বুধবার (৩০ জুন) সকালে নগরীর টাইগার পাস এলাকায় জড়ো হয়ে বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকরা জানান, অফিসে যেতে দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘন্টা। সময়মতো কাজে যোগ দিতে পারি না। তাই ক্ষুব্ধ হয়েই সড়ক অবরোধ করা হয় বলে জানায় শ্রমিকরা।

শ্রমিকরা আরও জানান, করোনার কারণে সারাদেশে সরকারি বিভিন্ন বিধি-নিষেধ দেওয়া হয়েছে। পোশাক কারখানা খোলা থাকলেও বন্ধ করে দেওয়া হয়েছে সব গণপরিবহন। ফলে কর্মস্থলে যাওয়ার সময় সমস্যায় পড়তে হচ্ছে শ্রমিকদের। যদি যাতায়াতের ব্যবস্থা না রাখা হয়, তাহলে কেন কারখানা খোলা রাখা হয়েছে?

পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img