আমেরিকায় মাত্র একদিনের ব্যবধানে আবারো বন্দুক হামলার ঘটনা ঘটেছে। নর্থ ক্যারোলাইনায় বন্দুকধারীর হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের গুলিতে মারা গেছেন সন্দেহভাজন এক বন্দুকধারীও।
স্থানীয় সময় বুধবার (২৮ এপ্রিল) সকালে নর্থ ক্যারোলাইনার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, নর্থ ক্যারোলাইনার একটি বাড়িতে অবস্থান করছিলেন দুই পুলিশ কর্মকর্তা। এ সময় অতর্কিত বাড়িতে প্রবেশ করে বন্দুকধারী। নির্বিচারে গুলি চালান তিনি।
এতে ঘটনাস্থলেই মারা যান একজন। হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান অপর পুলিশ কর্মকর্তা। এ বন্দুক হামলায় নিহত হয়েছেন ওই বাড়িতে থাকা এক দম্পতিও।
হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন সন্দেহভাজন ওই হামলাকারীও। তবে কী কারণে এ হামলা, বরাবরের মতো এবারো কোনো ক্লু নেই পুলিশের কাছে।
বন্দুক হামলা পিছু ছাড়ছে না আমেরিকাকে। এ যেন নিয়মিত ঘটনা, প্রতিদিনই বিশ্বের ক্ষমতাধর এ রাষ্ট্রটির কোনো না কোনো শহর কেঁপে উঠবে গুলির শব্দে।
লসঅ্যাঞ্জেলেস, ভার্জিনিয়ায় হামলায় হতাহতের রেশ কাটতে না কাটতেই এবার গুলি চলল নর্থ ক্যারোলাইনায়। এবার টার্গেট পুলিশ।