বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিতে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য ঢাকায় নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে নির্দেশনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
সোমবার (২৯ মার্চ) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাত করলে তিনি এই নির্দেশনা দেন।
এ বিষয়ে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনের প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সাক্ষাতে ইমরান খানকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে ব্রিফ করেন হাই কমিশনার। প্রধানমন্ত্রী ইমরান খান তার হাই কমিশনারকে দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিতে প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশনা দেন।
এ সময় ইমরান খান বাংলাদেশের নেতৃবৃন্দ এবং জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।