র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, বিশ্ব ইজতেমা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রস্তুতি দেখতে ইজতেমা মাঠে এসে সাংবাদিকদের আলাপকালে তিনি এ কথা বলেন।
শহিদুর রহমান বলেন, তাবলিগ জামাতের দু’পক্ষের মধ্যে বিবাদমান বিভেদ কোনো ঝুঁকি তৈরি করবে না।
বিশ্ব ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে তুরাগ তীরে, যা ইতোমধ্যেই এক ধর্মীয় মহাসমাবেশে রূপ নিয়েছে।