আমেরিকায় আবারো আক্রমণের শিকার হলো ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ভাস্কর্য।
নর্দার্ন ক্যালিফোর্নিয়ার ডেভিস অঞ্চলের সেন্ট্রাল পার্কে স্থাপিত গান্ধী ভাস্কর্যটি বৃহস্পতিবার গোড়ালি থেকে কেটে ফেলা হয়েছে। মুখাবয়বের কিছু অংশও কেটে সরিয়ে নেওয়া হয়েছে।
২০১৬ সালে স্থাপিত ভারতের দেওয়া সাড়ে ছয় ফুট লম্বা ও ৬৫০ পাউন্ড (২৯৪ কেজি) ভাস্কর্যটি ব্রোঞ্জের।
এবারই প্রথম নয়, গত বছরও ওয়াশিংটনে ভারতের দূতাবাসের সামনে স্থাপিত আরেকটি গান্ধীভাস্কর্য খালিস্তানি সমর্থকদের হামলার শিকার হয়।
ডেভিস সিটি কাউন্সিলম্যান লুকাস ফ্রেরিকস জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ভাস্কর্যটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পুনরায় ঠিক করার পর এটি আবারও স্থাপন করা হবে।
উৎস, এনডিটিভি