সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আশ-শায়বানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, টেলিফোনে মাওলানা আমীর খান মুত্তাকী সিরিয়া সরকারের সাধারণ ক্ষমা, সুবিচার ও সুশাসনের প্রশংসা করেছেন। তিনি আফগানিস্তান এবং সিরিয়া নিয়মিত কূটনৈতিক কার্যক্রম স্থাপন করতে সক্ষম হবে বলে আশাব্যক্ত করেন।
মাওলানা আমীর খান মুত্তাকী বলেন, আফগান জাতি প্রায় অর্ধ শতাব্দী ধরে নানা সমস্যা ও পরিস্থিতি পার করেছে। আমরা সিরিয়ার বর্তমান পরিস্থিতি বুঝতে পারি।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আফগান জাতির দীর্ঘ ২০ বছরের সংগ্রামকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই সংগ্রাম থেকে অনেক কিছু শেখার আছে।
হাসান আশ-শায়বানি উভয় দেশের পারস্পরিক সম্পর্কের আরও উন্নতি এবং সিরিয়া-আফগান প্রতিনিধিদলের দ্রুত সাক্ষাতের আশা প্রকাশ করেন।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি