ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সহায়তায় মুসলিম বিশ্বকে সম্মিলিত সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন বিশ্বের অন্যতম প্রধান আলেম ও পাকিস্তান শরীয়াহ কোর্টের সাবেক প্রধান বিচারপতি মুফতী তাকী উসমানী।
সম্প্রতি কাতারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সাথে এক বৈঠকে এই আহবান জানান তিনি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন হামাসের সাবেক প্রধান খালেদ মিশাল, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারস-এর মহাসচিব শায়েখ ড.আলি আল কারাদাগী, মৌরিতানীয়ার বিখ্যাত আলেম মুহাম্মাদ আল হাছান বিন দিদো, আন্তর্জাতিক নুসরাতুন নবী (সা:) সংস্থার প্রধান শায়েখ ড. মুহাম্মদ সগীর প্রমুখ।
বৈঠকে স্বাধীনতাকামী ফিলিস্তিনি সংগঠনগুলোকে আর্থিক ও রাজনৈতিক সহায়তা প্রদানের জন্য মুসলিম বিশ্বের প্রতি অনুরোধ জানান মুফতী তাকী উসমানী। একই সাথে মুসলিম দেশগুলকে ইসরাইলের বিরুদ্ধে মুজাহিদদের সহায়তা করতে সম্মিলিত সামরিক ফ্রন্ট গঠনের আহবান জানান তিনি।
ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানের সাধারণ জনগণের সমর্থন অব্যাহত থাকবে বলে হামাসকে জানান মুফতী তাকী উসমানী।
এর আগে পাকিস্তানে আয়োজিত ‘হুরমতে মসজিদে আকসা’ কনফারেন্সে বিশ্ববিখ্যাত আলেম মুফতী তাকী উসমানী বলেছিলেন, সাধ্যানুযায়ী সকল মুসলমানের উপর বাইতুল মোকাদ্দাস রক্ষার জন্য পর্যায়ক্রমে জিহাদ করা ফরজ। তাই অবস্থা অনুপাতে সকলকে ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে আসতে হবে।
মুফতী তাকী উসমানী আরো বলেন, মুসলিম বিশ্বের কাছে সেই সম্পদ ও সামর্থ্য আছে যার মাধ্যমে তারা ইসরাইল ও আমেরিকাকে নিশ্চুপ করে দিতে পারে। কিন্তু তা সত্ত্বেও মুসলিম দেশগুলো এদের গোলামীকে বেছে নিয়েছে। সকলের জেনে রাখা উচিত, খোদায়ী আমেরিকার নয় বরং খোদায়ী শুধুমাত্র আল্লাহর।
মুফতী তাকী উসমানী বলেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় বরং একটি রাজনৈতিক শক্তি। লড়াইরত হামাস সদস্য ও ফিলিস্তিনিরাও নিছক যোদ্ধা নয় বরং দ্বীনের জন্য লড়াইরত মুজাহিদীন। তাদের যোদ্ধা না বলে মুজাহিদ বলা উচিত। কিন্তু বাস্তবতা হলো, পৃথিবীতে যারাই প্রকৃত স্বাধীনতার জন্য লড়াই করে পশ্চিমারা বিশেষত আমেরিকা তাদেরকেই সন্ত্রাসী বলে আখ্যায়িত করে। হামাসের বেলাতেও এর ব্যতিক্রম হয়নি। কাশ্মীরী মুজাহিদীনরাও একই প্রোপাগাণ্ডার শিকার।
হামাসের ব্যাপারে তিনি আরো বলেন যে, রাজনৈতিক ও প্রতিরোধ শক্তি হামাস শুধু লড়াকু ফিলিস্তিনিদের কোনো কাফেলা নয় বরং হামাসের অধিকাংশ সদস্য হাফেজুল কুরআন ও দ্বীনের জ্ঞানসম্পন্ন ব্যক্তি। এধরণের মুজাহিদদের তারা সন্ত্রাসী আখ্যায়িত করে থাকে। অথচ প্রকৃত সন্ত্রাসী হলো অবৈধ ইসরাইলিরা।