বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল

বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদদের মাগফিরাত, আহতদের সুস্থতা কামনায় দু’য়া ও চাঁদপুর জেলা সিরাত সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগামীকাল শনিবার (৩০ নভেম্বর) হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ চত্বরে সকাল ৯ টা থেকে এ সম্মেলন শুরু হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতীব মুফতি আব্দুর রউফের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া লালখান বাজার মাদরাসার নির্বাহি পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাইখ হারুন ইজহার, শাইখুল হাদিস মুফতী জসিম উদ্দিন রাহমানী, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী, সহকারী যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী, জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানীর মুহতামিম মাওলানা মাহবুবে এলাহী, রেলওয়ে মাদানী দারুস সুন্নাহ মাদ্রাসা চাঁদপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী সিরাজুল ইসলাম কাসেমী, বিশিষ্ট দায়ী, লেখক ও গবেষক মাওলানা এনামুল হক মাসউদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা লিয়াকত হুসাইন ও সেক্রেটারি মুফতী মাহবুবুর রহমান প্রমূখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img