বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

শহীদ আলিফের পরিবারের জন্য এক কোটি টাকার ফান্ড ঘোষণা করলেন ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের হাতে নৃশংসভাবে
হত্যা এডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ এর পরিবারের জন্য এক কোটি টাকার ফান্ড ঘোষণা করলেন অন্তর্ভর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ শুক্রবার (২৯নভেম্বর) সকালে ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন শহীদ আলিফের কবর জেয়ারত করে তার পরিবারের সাথে সাক্ষাৎ করে এ ঘোষণা দেন।

তিনি এ হত্যাকাণ্ডের ন্যায়বিচারের ক্ষেত্রে সরকারের দৃঢ় মনোভাব ব্যক্ত করেন। এছাড়া উপদেষ্টা শহীদ সাইফুলের পিতার হাতে শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ হতে এক কোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির অংশ হিসেবে নগদ এক লাখ টাকা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ হতে ৫ লাখ টাকার চেক ও আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লাখ টাকা তুলে দেন।

ঐ সময় তিনি বলেন, শহীদ সাইফুল ইসলাম আলিফের পরিবারের ভরণপোষণ, তিন বছরের মেয়ের যাবতীয় খরচাদি ও পড়াশোনা, মা বাবার চিকিৎসাসহ জীবন চলা সহজতর করতে উদ্যোগ গ্রহণ করেছি। শহীদ আলিফের জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। সুষ্ট তদন্তের মধ্যদিয়ে অপরাধীর শাস্তি প্রদানে সরকার বদ্ধ পরিকর। উপদেষ্টা মহোদয় শহীদ পরিবারের সদস্যদের সাথে দীর্ঘসময় কথা বলেন।তাদের সান্ত্বনা প্রদান করেন।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ও ধর্ম উপদেষ্টার এপিএস একরামুল হক উপস্থিত ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img