বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে দক্ষিণ লেবাননে ইসরাইলের ড্রোন হামলা; আহত ৩

লেবাননের শিয়া শসস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহ ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার একদিন পরেই দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এ হামলায় তিনজন আহত হয়েছে।

দক্ষিণ লেবাননের মার্কাবা গ্রামে একটি গাড়ির কাছে ইসরাইল ড্রোন হামলা চালায়। বিস্তারিত না জানিয়ে ইসরাইলি সামরিক বাহিনী পরিচালিত রেডিও চ্যানেল এই খবর দিয়েছে।

দক্ষিণ লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। এছাড়া, আগ্রাসনের জবাবে হিজবুল্লাহ ইসরাইলের পুরো উত্তরাঞ্চল এবং গভীর অভ্যন্তরেও ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এমনকি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবন হামলার শিকার হয়েছে।

চরম দুর্ভোগের মুখে ইসরাইল এই যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয় যার মধ্যস্থতায় ছিল আমেরিকা ও ফ্রান্স। কিন্তু দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে তারা হুমকির মুখে ফেলেছে। আশঙ্কা করা হচ্ছে- এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটলে নতুন করে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হতে পারে। হিজবুল্লাহ আগেই বলে রেখেছে, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তারাও জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। অন্যদিকে, দক্ষিণ লেবাননের বাসিন্দাদের নিজেদের ঘরবাড়িতে না ফেরার জন্য সতর্ক করেছে দখলদার ইসরাইল।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img